সাভারে বিস্ফোরণ: দগ্ধ ২ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
আপলোড সময় :
১৬-০৪-২০২৪ ১২:৫৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৪ ১২:৫৯:৫৪ অপরাহ্ন
সংগৃহীত
সাভারের একটি টেইলার্সে বিস্ফোরণের ঘটনায় আহত দুই জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে তাদেরকে সাভারের এনাম মেডিকেল থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্বদের মধ্যে ইউসুফ নামে একজনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজনের পুড়েছে ৩০ শতাংশ। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আরও ৩ জন। তাদেরকে এনাম মেডিকেলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে টেইলার্সের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টেইলার্সের চাল উড়ে যায়। ভেঙে যায় থাই গ্লাসের কাঁচ। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসি থেকেই এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স