ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

৫ কোটি টাকা নিয়ে উধাও পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক, মামলা দায়ের

আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ১১:২২:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০৭:১২:৩৮ পূর্বাহ্ন
৫ কোটি টাকা নিয়ে উধাও পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক, মামলা দায়ের সংগৃহীত
চাঁদপুর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগে মামলা ও জিডি হয়েছে। 

চাঁদপুর শহরে নতুন বাজার শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অধিক মুনাফা দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫ কোটি টাকা নেন। এরপর ৪ এপ্রিল বিকাল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। 

তিনি নিখোঁজ রয়েছে জানিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। অন্যদিকে ২ জন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। 

ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি স্বপরিবারে কুমিল্লায় থাকতেন এবং সেখান থেকে চাঁদপুরে এসে দায়িত্ব পালন করতেন। এ ঘটনা প্রকাশ হওয়ার পর পরিবারের কাউকে পাওয়া যায়নি। 

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ