আজ রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
আপলোড সময় :
১৮-০৪-২০২৪ ১১:২৫:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৪ ১১:২৫:১২ পূর্বাহ্ন
সংগৃহীত
ইন্টারনেট পরিষেবা আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে। পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্লে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেব্লস (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিপিএলসির সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেব্লে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কেব্লের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে।
বিএসসিপিএলসি জানিয়েছে, এতে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে অন্য সাবমেরিন কেব্লের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স