ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মতিঝিল আইডিয়ালের নির্বাচনে দু’পক্ষের মধ্যে মারামারি

আপলোড সময় : ২০-০৪-২০২৪ ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৪ ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন
মতিঝিল আইডিয়ালের নির্বাচনে দু’পক্ষের মধ্যে মারামারি সংগৃহীত
মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন জন। এরমধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে গভর্নিং বডির নির্বাচনকে সামনে রেখে ক্যাম্প প্রস্তুত করতে স্কুলের সামনে সমবেত হন বিভিন্ন প্রার্থী এবং সমর্থকরা। এ সময় প্রাথমিক শাখার দুই প্রার্থী এবং সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। আহত হন গর্ভনিং বডির সাবেক সদস্য সাইফুল ইসলাম, প্রাইমারি শাখার প্রার্থী তাহের সরকার দুলুসহ ৩ জন।

আহত সাইফুল ইসলামের অভিযোগ, আগের কমিটির অনিয়ম এবং দুর্নীতি নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ