আজ কী বার্তা দেবেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ?
আপলোড সময় :
২০-০৪-২০২৪ ১০:০০:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৪-২০২৪ ১০:০০:৪৫ পূর্বাহ্ন
সংগৃহীত
আজ শনিবার (২০ এপ্রিল) নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড পেজে এ ধরনের একটি পোস্ট করেন সাবেক এই পুলিশপ্রধান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় সুহৃদ বৃন্দ, আগামীকাল ২০ এপ্রিল, শনিবার সকাল ১১টা ৩০মিনিটে এই পেজে কিছু তথ্য শেয়ার করব ইনশাল্লাহ। ব্যস্ত না থাকলে আপনাকে/আপনাদেরকে পাবো প্রত্যাশা থাকছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রত্যেকের জন্য শুভ কামনা।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৭তম পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স