দুই জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ, আরও বাড়বে গরম
আপলোড সময় :
২১-০৪-২০২৪ ১১:১৯:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৪ ১১:১৯:৩৮ পূর্বাহ্ন
সংগৃহীত
যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে আজ অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা মূলত ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থা সহসাই পরিবর্তনের আভাস নেই।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, ওইসব অঞ্চল ছাড়াও ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বৃদ্ধি পেতে পারে অস্বস্তি।
তবে আজ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলেও আভাস আছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স