ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নিখোঁজের ৭ ঘণ্টা পর নদীতে মিললো নৌবাহিনী সদস্যের লাশ

আপলোড সময় : ২১-০৪-২০২৪ ১১:২২:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৪ ১১:২২:১২ পূর্বাহ্ন
নিখোঁজের ৭ ঘণ্টা পর নদীতে মিললো নৌবাহিনী সদস্যের লাশ সংগৃহীত
ফেনীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর মুহুরি নদী থেকে আবুল হাসান (২২) নামের নৌবাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা একদল ডুবুরি নদী থেকে লাশটি উদ্ধার করে।

পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কি কারণে আবুলের মৃত্যু হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে আমরা জানতে পারবো। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানায়, শনিবার ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সাথে মুহুরি নদীতে সাঁতার কাটতে যান আবুল। হঠাৎ তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। প্রায় ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করে ডুবুরিরা।

আবুল হাসান উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ