ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পাহাড়খেকোদের দখলে নাগিন পাহাড়, নির্মিত হচ্ছে বহুতল ভবন

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-০৪-২০২৪ ১১:১৬:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ১১:১০:২২ পূর্বাহ্ন
পাহাড়খেকোদের দখলে নাগিন পাহাড়, নির্মিত হচ্ছে বহুতল ভবন সংগৃহীত
চট্টগ্রামে একের পর এক হচ্ছে পাহাড় নিধন। বায়েজিদ এলাকার চন্দ্রনগরে প্রায় ১০ একর জায়গাজুড়ে নাগিন পাহাড়। তবে কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। অবশিষ্ট অংশ কেটে ধ্বংসযজ্ঞে নেমেছে সরকারি দলের নাম ভাঙানো কয়েকজন।

পরিবেশ অধিদফতরের অভিযান এবং মামলার পরও থামেনি পাহাড়খেকোরা। এরই মধ্যে পাহাড় কেটে নির্মিত হয়েছে একাধিক বহুতল ভবন। অভিযান আর মামলা হলেও থামছে না তারা।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে কাটছে পাহাড়টি। রাতের বেলায় চলে পাহাড় কাটার এই কাজ। পাহাড় কেটে একাংশে গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা। চট্টগ্রামে গত কয়েক দশকে এভাবেই একে একে নিশ্চিহ্ন হয়েছে ছোটবড় অর্ধশতাধিক পাহাড়। পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়ায় সুযোগ নিচ্ছে পাহাড়খেকোরা।

ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করেছে অবৈধ কিছু স্থাপনাও।

চট্টগ্রামের কাট্টলি সার্কেলের এসি ল্যান্ড আরাফাত সিদ্দিকী জানান, বড় টিন দিয়ে উঁচু করে বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। ফলে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে আসলে পাহাড়ের কি অবস্থা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ