প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশ
আপলোড সময় :
২২-০৪-২০২৪ ১১:১৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৪ ১১:০৯:১৯ পূর্বাহ্ন
সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফলাফলে ৪৬ হাজার ১৯৯ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।
রোববার (২১ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রকাশিত ফলাফলে ত্রুটি ধরা পড়ে। পরীক্ষার মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয়। পরে ওই দুই সেটের উত্তরপত্র পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। উত্তরপত্র পুনঃমূল্যায়নে আইআইসিটি ও বুয়েটের কারিগরি টিম কাজ করে।
উল্লেখ্য, রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম প্রকাশিত ফলাফলে ২৩ হাজার ৫৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স