রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী
আপলোড সময় :
২৪-০৪-২০২৪ ১০:৩৯:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-০৪-২০২৪ ০৭:২৩:৩৭ অপরাহ্ন
সংগৃহীত
রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে- এমন মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। বললেন, ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত আগামী ৪ মে থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ীতে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, দূরত্ব হিসেবে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়বে না। গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে রেলের ভাড়া বাড়ানো হয়নি। তবে ভাড়া বাড়ানো উচিৎ। প্রধানমন্ত্রী এই মুহূর্তে জনগণের ওপর চাপ না দিতে বলেছেন। ভর্তুকি প্রত্যাহারের ফলে ভাড়া সামান্য বাড়বে। এটি সবাইকে মেনে নিতে হবে।
রেলমন্ত্রী আরও বলেন, ভাঙ্গা থেকে নতুন রুট চালু হলেও রাজবাড়ী টু ঢাকার ট্রেন প্রত্যাহার করা হবে না। ওই রুটে নতুন ট্রেন চালু করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স