অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ীতে পার্কিং সংকেত না দিয়েই সড়কের উপর দাঁড়িয়ে
থাকা ট্রাকের সাথে পিকআপের ধাক্কা লেগে নাজমুল হোসেন (১৯) নামে এক
পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত নাজমুল হোসেন জেলার ঘোড়াঘাট
উপজেলার রানীগঞ্জ কশিগাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায়
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী
ইউনিয়নের ব্রহ্মচারী মন্দির এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফার্নিচার নিয়ে
দিনাজপুরের বিরল উপজেলায় যাওয়ার পথে ভোর সাড়ে ৪টায় দিনাজপুর-
গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলাধীন খয়েরবাড়ী ইউপির
ব্রহ্মচারী মন্দির এলাকায় পৌঁছালে আগে থেকে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা
ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নাজমুল হোসেনের মৃত্যু হয়।
পিকআপে থাকা হেলপার আল আমিন (২১) ও ফার্নিচার মালিক সাদেকুর রহমার
গুরুতর আহত হলে পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময়
পার্কিং সংকেত ছাড়াই অবৈধ ভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রæত পালিয়ে
যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, লাশ উদ্ধার করে
থানায় আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের চাচা আব্দুল
খালেক মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সড়কের ওপর পার্কিং সংকেত
ছাড়াই দাঁড়িয়ে থাকা অজ্ঞত ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা
দায়ের করেছেন। ট্রাকটি জব্দসহ চালক ও হেলপারকে আটকের অভিযান চলছে
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain