ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রামগঞ্জ১ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এমএ মমিন পাটোয়ারী,

জাকির পাটোয়ারী
আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১১:০২:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১১:০৩:৫৩ অপরাহ্ন
রামগঞ্জ১ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন  আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এমএ মমিন পাটোয়ারী, ছবি:এম এ মমিন পাটোয়ারী
জাকির পাটোয়ারী:-
 
রামগঞ্জ নৌকার পক্ষে ভোট ছেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামিলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী এমএ মমিন পাটোয়ারী। 
 
তিঁনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন। এমএ মমিন পাটোয়ারী লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন। 
শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন মূলক কাজের চিত্র জনগণের মাঝে তুলে ধরেছেন।
 
এমএ মমিন পাটোয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন। 
তিঁনি স্কুল জীবন থেকে ছাত্রলীগ রাজনীতিতে সম্পৃক্ত হোন।
 
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচী পালন করতে গিয়ে বিএনপি -জামাতের নেতৃত্ব ৪দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে একাধিক মামলা শিকার হয়েছে। শুধু হামলা-মামলা নহে একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসা জেল হাজতে যেতে হয়েছে এ নেতার।
বঙ্গবন্ধুর খাঁটি সৈনিক এমএ মমিন পাটোয়ারী রাজনীতি প্রাপ্তী কিছুই নেই। 

 
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ প্রায় ১৫ বছরে তাঁর চাওয়া -পাওয়ার কিছুই নেই।
মমিন পাটোয়ারী জানান রাজনীতিতে আমার স্বপ্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতায় বজায় রাখতে নৌকা প্রতিকের বিজয়ের বিকল্প কিছুই নেই। 
আওয়ামীলীগ নেতৃত্ব সরকার গঠন করবে এ প্রত্যাশা করেছি। 
 
তিনি শনিবার লামচর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। 
মমিন পাটোয়ারী গণমাধ্যমকে জানান তিঁনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করেন।
শেখ হাসিনার দিকনির্দেশনা পালন করাই আমার কর্তব্য।

 
তিঁনি গত তিন বার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ছেয়েছেন। শেখ হাসিনা যাহাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তিঁনি নেতাকর্মীদের নিয়ে তাঁরপক্ষে নৌকায় ভোট করেছেন। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
 
তবে নেত্রী যাহাকে মনোনয়ন দিবেন তিঁনি দলের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে নিরলসভাবে ভোট করবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ