যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশের ৩ কর্মকর্তা নিহত
আপলোড সময় :
৩০-০৪-২০২৪ ১১:০৭:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৪-২০২৪ ১১:০৭:৫২ পূর্বাহ্ন
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শ্যারোলেটে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা। আহত হয়েছেন আরও আটজন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তাদের একজন ডেপুটি মার্শাল এবং অন্য দুজন স্থানীয় টাস্ক অফিসার। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্যারোলেট–মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস বলছে, আগ্নেয়াস্ত্রধারী একজন অপরাধীকে গ্রেপ্তার করতে তার বাড়ির সামনে গিয়েছিলেন টাস্কফোর্সের সদস্যরা। কিন্তু সেখানে যাওয়ামাত্র শক্তিশালী রাইফেলের গুলির মুখে পড়েন তারা।
কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলি চলে। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন।
তিন কর্মকর্তা নিহত হওয়া ছাড়াও বন্দুকধারীদের গুলিতে শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের চারজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স