ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নিহত চার বছরের শিশুসহ এক নারী

আপলোড সময় : ০১-০৫-২০২৪ ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৪ ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন
মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নিহত চার বছরের শিশুসহ এক নারী সংগৃহীত
রাজধানীর মিরপুর এলাকার পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় চার বছরের এক শিশুসহ এক নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার অপারেশন অফিসার আমিনুল ইসলাম জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা।

প্রথমে দু’জনকে কাছাকাছি এটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়িটি। তবে পালিয়েছে হেলপার। এ ঘটনায় এখনও কোনো মামলার সিদ্ধান্ত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ