ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপলোড সময় : ০১-০৫-২০২৪ ১১:৪৫:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৪ ১১:৪৫:০১ পূর্বাহ্ন
নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা সংগৃহীত
নাটোরের লালপুরে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাত ১১টার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। 

জানা যায়, নিহত মঞ্জু আজিমপুর রেলস্টেশন এলাকায় রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে বসে ছিলেন। মুখোশধারী দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

নিহত মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। 

এই হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মঞ্জু।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ