ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ব্রাজিলে ভারী বৃষ্টিপাত: নিহত ৩৯, নিখোঁজ ৭০

আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন
ব্রাজিলে ভারী বৃষ্টিপাত: নিহত ৩৯, নিখোঁজ ৭০ সংগৃহীত
টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে এ রাজ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। নিখোঁজ রয়েছে অন্তত ৬৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (০৩ মে) এ তথ্য জানায়। জানা গেছে, আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া এ রাজ্যে গত সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ওই রাজ্যের অন্তত ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে এসব শহরের অন্তত ২৪ হাজার মানুষ।

মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে শুক্রবার সাংবাদিকদের বলেন, আগামী কয়েক দিনে আরও কয়েকটি এলাকায় পৌঁছাতে সক্ষম হব আমরা। তখন মৃত্যুর সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ