ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মৌলভীবাজারে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সংগৃহীত
মৌলভীবাজারে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (৩ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিশ্রামাগারের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেট ও দুগ্ধপোষ্য মায়েদের তাদের সন্তানদের দুধ পানের কোনো স্থান ছিল না। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের সব আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন। এখন থেকে সাধারণ বিচারপ্রার্থীরা এটি ব্যবহার করতে পারবেন।

উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমানসহ আদালতের বিচারক ও আইনজীবীরা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ