রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ১ লাখ ১০ হাজার
আপলোড সময় :
০৪-০৫-২০২৪ ১১:১০:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৪ ১১:১০:০৬ পূর্বাহ্ন
সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি ঢাকায় হেলথ ডিপার্টমেন্টে ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
যা যা প্রয়োজন-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: ডিরেক্টর, হেলথ ডিপার্টমেন্ট
যোগ্যতা: মেডিকেল-সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ/হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
সরকারি বা বেসরকারি হাসপাতালে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি বা আধা সরকারি মেডিকেল কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, প্রোগ্রাম/ফিন্যান্স রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৫০ থেকে ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার্স, বিডিআরসিএস, ঢাকা।
বেতন: মাসে ১,১০,০০০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৪ পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স