তীব্র গরমে কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি
আপলোড সময় :
০৫-০৫-২০২৪ ১০:৩৮:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৪ ১০:৩৮:৪৮ পূর্বাহ্ন
সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে দেশের কয়েক জেলায়। প্রায় এক মাস তীব্র দাবদাহের পর বৃষ্টি পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ।
বৃষ্টি হয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয়। শনিবার (৪ মে) বিকেলের দিকে শেরপুর ও জামালপুরের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। দাবদাহের মধ্যে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি নেমে এসেছে এ জনপদে। এসময় আকাশে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মেঘের গর্জন ও দমকা হাওয়া বইতে দেখা গেছে। জামালপুর শহরসহ বকশিগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় বৃষ্টি বেশি হয়েছে।
বিকেলে এক পশলা বৃষ্টিতে ধুয়ে যায় তপ্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ আশপাশের উপজেলা। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই স্বস্তি। একই সময়ে বৃষ্টি হয়েছে বগুড়া জেলায়। এতে তীব্র গরমে খানিক প্রশান্তি নেমে আসে।
আবহাওয়া অফিস জানায়, শনিবার রাত থেকে ১১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে। ৬ তারিখ থেকে তাপপ্রবাহ থাকবে না।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স