ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আজ ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ

আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন
আজ ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ সংগৃহীত
আইওএম মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববার (৫ মে) বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে।

অ্যামি পোপ ৫-৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে সফরের কর্মসূচি শুরু করবেন আইওএম মহাপরিচালক।

জানা গেছে, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা বাংলাদেশে আসবেন। আইওএম ডিজি (মহাপরিচালক) দিয়ে সফরটা শুরু হচ্ছে। 

ঢাকা সফরকালে আইওএম মহাপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

২০২৩ সালের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হন তিনি। আইওএমে যোগ দেওয়ার আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসনবিষয়ক জেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

এর আগে তি‌নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ