ডিগবাজি ছাড়াও সিডনিতে যা করছেন জায়েদ খান
আপলোড সময় :
০৫-০৫-২০২৪ ১০:৪৮:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৪ ১০:৪৮:০৪ পূর্বাহ্ন
সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। গেল ঈদে তার অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। যা মোটামুটি সাড়া ফেলেছে। বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে দেশ-বিদেশে স্টেজ শো করে সময় কাটছে এই চিত্রনায়কের।
তারই অংশ হিসেবে গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ খান। এ যাত্রায় তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
সেখানে একই মঞ্চে শো করেছেন দুজন। আর জায়েদ খান দিয়েছেন ডিগবাজিও। পাশাপাশি বিভিন্ন জায়গায় দলবল নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের। সেসব মুহূর্তের ছবি দুজনই পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সে রকমই একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে সিডনি অপেরা হাউজের তীরে একই ছাতার নিচে দেখা গেছে জায়েদ-ফারিয়াকে। পরনেও ম্যাচিং কালো রঙের পোশাক।
পোস্ট করা ওই ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’ মুহূর্তেই ফারিয়ার ওই ছবিটি ভাইরাল হয়ে যায়। কেউ কেউ কমেন্টের ঘরে মন্তব্য করছেন, জায়েদ-ফারিয়া জুটি হলে মন্দ হয় না।
সব ঠিক থাকলে আগামী ১০ মে দেশে ফেরার কথা আছে তাদের।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স