মোমবাতি জ্বালিয়ে রাতে নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
আপলোড সময় :
০৬-০৫-২০২৪ ১১:২৪:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৪ ১১:২৪:০৩ পূর্বাহ্ন
সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নয়জন পরীক্ষা দিতে যান। পরে প্রার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও রাত ৮টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয়া শুরু করে কর্তৃপক্ষ। রাতে পরীক্ষা নেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেন।
বিদ্যালয়ের জমিদাতা আব্দুর রশিদ বলেন, রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা হচ্ছিল, অথচ আমরা এলাকাবাসী বিষয়টি জানি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাই ও তার বোন জামাই পরীক্ষা দিচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু হতে পারে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমার ভাই ও বোন জামাই পরীক্ষা দিচ্ছেন তাই এ নিয়োগ পরীক্ষায় আমি কোনো দায়িত্ব পালন করছি না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, আমরা বিকেল ৪টার দিকে পরীক্ষার কার্যক্রম শুরু করেছিলাম। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষা নেয়া দেরি হয়েছে। পরে সন্ধ্যার দিকে পরীক্ষা শুরু করা হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে একপর্যায়ে পরীক্ষা স্থগিতও করা হয়।
রাতে পরীক্ষা নেয়ার নিয়ম আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা দিনেই পরীক্ষার কার্যক্রম শুরু করেছিলাম।’
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স