ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মারা গেলেন টাইটানিকের সেই ক্যাপটেন বার্নার্ড হিল

আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ১১:২৫:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ১১:২৫:২৩ পূর্বাহ্ন
মারা গেলেন টাইটানিকের সেই ক্যাপটেন বার্নার্ড হিল সংগৃহীত
অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিক’র ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার।

মৃত্যুর সময় পাশে ছিলেন তার সঙ্গী অ্যালিসন ও ছেলে গ্র্যাব্রিয়েল। ৭০ ও ৮০’র দশকে ব্রিটিশ অনেক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন বার্নার্ড। তার বিখ্যাত কাজগুলোর অন্যতম হলো, দ্য স্করপিয়ন কিং, গান্ধি, শার্লি ভ্যালেন্টাইন।

তবে সবচেয়ে আলোচিত লর্ড অব দ্য রিংসের কিং থিওডেন চরিত্রটি। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা টাইটানিক ছবির ক্যাপ্টেন স্মিথ চরিত্রটি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। ((সবশেষ কাজ বিবিসি প্রযোজিত টিভি সিরিজ ‘দ্য রেসপন্ডার’। যার সম্প্রচার শুরু হয় রোববার তার মৃত্যুর দিনেই। )) বার্নার্ড হিলের মৃত্যুতে শোকাহত হলিউড।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ