ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বন বিভাগের হয়রানি থেকে রক্ষা পেতে রাস্তায় গ্রামবাসীর মানববন্ধন !

সুমন গাজী
আপলোড সময় : ২২-১০-২০২৩ ১১:৫৯:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৩ ১২:০৪:৩২ অপরাহ্ন
বন বিভাগের হয়রানি থেকে রক্ষা পেতে রাস্তায় গ্রামবাসীর মানববন্ধন ! ছবি: এলাকাবাসী
সুমন গাজী:-
গাজীপুরে মামলা দিয়ে হয়রানি, রাস্তার উন্নয়ন কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।

শনিবার বিকেলে রাজেন্দ্রপুরের পেপসি গেট এলাকায় শত শত ভুক্তভোগী রাস্তায় দাঁড়িয়ে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের কর্মকান্ডের প্রতিবাদ করেন।

এ সময় ঢাকা-কাপাসিয়া সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়। মানববন্ধনে বক্তরা রাজেন্দ্রপুর রেঞ্জের কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষকে হয়রানিসহ পুরনো রাস্তাঘাট সংস্কার বন্ধের অভিযোগ করা হয়।

অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, শাহজাহান মিয়া, আজগর আলী, রাসেল সরকার, মহিলা ইউপি সদস্য শাহিদা আক্তার জসুদা, আওয়ামীলীগ নেতা হানিফ মাহমুদ, লিটন মিয়া, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম রিপনসহ অন্যান্যরা।
 
সম্প্রতি ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে সেনা চেকপোস্ট থেকে দিঘলাপাড়া অভিমুখী রাস্তার সংস্কার করতে গেলে বাধা দেয় বারুইপাড়া বিট অফিসের কর্মকর্তারা। চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার বন্ধ করে দেয়ায় ফুসে উঠে স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ