ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

লেভারকুসেনের অপরাজিত হাফ সেঞ্চুরি

আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০৯:২৯:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০৯:২৯:০১ পূর্বাহ্ন
লেভারকুসেনের অপরাজিত হাফ সেঞ্চুরি সংগৃহীত
জার্মান লিগ বুন্দেসলিগায় মৌসুমের ৩৩ তম ম্যাচডে তে বোচামকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন। এ নিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো জাভি আলোনসোর শিষ্যরা। রোববার (১২ মে) বোচামের মাঠ রুহরস্টেডিয়নে অনুষ্ঠিত হয় খেলাটি।

ম্যাচের ৪১ তম মিনিটে বোচামের বিরুদ্ধে গোলের সূচনা করেন প্যাট্রিক শিক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন বনিফেইস। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় জাভি আলোন্সোর শিষ্যরা।

দ্বিতিয়ার্ধের ৭৬ মিনিটে হফম্যানের কর্ণারে বাড়ানো বলে হেড থেকে বল জালে জড়ান আমিন আদলি। ৮৬ মিনিটে ব্যবধান ৪-০ করেন স্ট্যানিসিচ। ৯৩ মিনিটে স্ট্যানিসিচের এসিস্টে কফিনে শেষ পেরেক ঠুকেন গ্রিমালদো। পাঁচ গোলের ব্যবধানে বড় জয় পায় লেভারকুসেন।

উল্লেখ্য, আগেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা লেভারকুসেনের সামনে এখন অপেক্ষা করছে ইউরোপা লিগ ও ডিএফবি পোকাল জেতার সুযোগ।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ