ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে উড়লো প্রথম হজ ফ্লাইট

আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ১০:২৮:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ১০:২৮:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে উড়লো প্রথম হজ ফ্লাইট সংগৃহীত
চট্টগ্রাম থেকে ৪০৫ জন মুসল্লি নিয়ে সরাসরি মদিনার উদ্দেশে উড়লো বন্দরনগরীর প্রথম হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়।

মঙ্গলবার (১৪ মে) ভোর ৩টা ২০ মিনিটে ছিলো ফ্লাইটের সময়সূচি। জানা গেছে, চট্টগ্রাম থেকে এবার আট হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিমান।

চট্টগ্রাম থেকে এবার ২২টি ফ্লাইট যাবে সৌদি আরবে। সেখান থেকে মোট ৮ হাজার যাত্রী যাবেন হজে। তারমাধ্যে, দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা এবং বাকি ২০টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবে।

এদিকে, হজ যাত্রীদের বিদায় জানাতে মধ্যরাতেই বিমানবন্দরে এসেছিলেন স্বজনরা। এর আগে, রাত ১টায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র হজ পালনের পর নির্বিঘ্নে যেনো দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হজ যাত্রীরা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ