চীনের পণ্য আমদানিতে উচ্চ শুল্ক চাপালেন বাইডেন
আপলোড সময় :
১৫-০৫-২০২৪ ১১:১২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৪ ১১:১২:২৭ পূর্বাহ্ন
সংগৃহীত
আমেরিকায় চীনের একাধিক পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে জো বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট বাইডেনের এমন পদক্ষেপ ফের আমেরিকা-চীন দ্বন্দ্বকে উস্কে দিল বলে মনে করছেন অনেকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীন থেকে আমেরিকায় আমদানি করা বেশ কয়েকটি পণ্যের ওপর বাড়তি শুল্ক চাপিয়েছে বাইডেন প্রশাসন। বিষয়টি ভালোভাবে নেয়নি চীনও। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন এই পদক্ষেপের বিরোধিতা করেছে। ওয়াশিংটনকে এমন সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে বেইজিং। চীন জানিয়েছে, নিজের স্বার্থ রক্ষায় তারাও এবার যথাযথ পদক্ষেপ নেবে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ বিলিয়ন ডলার সমপরিমাণ মূল্যের আমদানি পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছে ইস্পাত ও অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টর, ব্যাটারি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, সোলার সেল ও ক্রেন। বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক চারগুণ বাড়িয়ে ১০০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে ২৫ থেকে ৫০ শতাংশে।
২০২৩ সালে চীন থেকে ৪২৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে আমেরিকা। আর রপ্তানি করে ১৪৮ বিলিয়ন ডলারের পণ্য।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিলো বাইডেন প্রশাসন। আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় থাকাকালে ট্রাম্পও একইভাবে চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স