ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কক্সবাজারে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২

আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১১:১৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১১:১৪:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজারে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২ সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় আরসার দুই সন্ত্রাসীকেও আটক করা হয়েছে।

আজ বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এ অভিযান চালায় র‍্যাব। 

র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের নানা অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুতের তথ্য পেয়ে র‍্যাব লালা পাহাড়ে অভিযান চালায়। 

সাজ্জাদ হোসেন বলেন, আজ ভোরে র‍্যাব সদস্যরা লালা পাহাড় ঘিরে ফেললে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে র‍্যাব আস্তানায় ঢুকে পড়লে আরসার দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। 

এ সময় অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ