ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১১:১৬:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১১:১৬:৫২ পূর্বাহ্ন
সংগৃহীত
ফ্রান্সের নরম্যান্ডির রুয়েনের কাছে এক বন্দিকে স্থানান্তরের সময় প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত দুজন কারা কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৪ মে) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফরাসি মিডিয়ার সংবাদে বলা হয়েছে, ওই প্রিজন ভ্যানে একজন বন্দিকে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এ হামলা হয়ে। এতে ওই বন্দি হামলাকারীদের সঙ্গে পালিয়ে গেছে। গোলাগুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ জানায়, অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা এক আসামিকে বহনকারী একটি প্রিজন ভ্যানে হামলা চালায়। পরে শুরু করে এলোপাতাড়ি গুলি। এসময় আসামিকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেয়া সেই বন্দির নাম মোহামেদ আমরা (৩০)।

এদিকে, ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বন্দী একটি হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত। হামলাকারীদের ও ওই বন্দিকে গ্রেফতারে দেশটির পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

সম্প্রতি, ইউরোপজুড়ে বেড়েছে মাদক চক্রের তৎপরতা। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মাদক চক্রের সঙ্গে জড়িত।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ