নিজস্ব প্রতিবেদক:-
রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চট্টগ্রামের ওআর নিজাম রোডের রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী সম্মেলনে সভাপতিত্ব করেন।
এমডি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘‘ভিশন বা রূপকল্প ২০৪১” বাস্তবায়নের জন্য আমাদের সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে।’
নতুন এমডি হিসাবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাংকের ১০০ দিনের কর্মসূচী ঘোষণঅ করেছিলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কর্মসূচী বাস্তবায়ন হলে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বাড়বে। সেইসঙ্গে খেলাপি ঋণ কমবে।’
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain