প্রথমবারের মতো কান উৎসবে কিয়ারা
আপলোড সময় :
১৫-০৫-২০২৪ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৪ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
সংগৃহীত
ফ্রান্সে মঙ্গলবার শুরু হয়েছে চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ৭৭তম এ আসরে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কান চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন 'কবির সিং'খ্যাত অভিনেত্রী।
উৎসবে 'রেড সি ফিল্ম ফাউন্ডেশন'-এর 'উইমেন ইন সিনেমা গালা ডিনার'-এ অংশ নিতে দেখা যাবে কিয়ারাকে।
এনডিটিভি জানিয়েছে, 'উইমেন ইন সিনেমা গালা ডিনার'-এ সারা বিশ্ব থেকে ৬ জন প্রতিভাবান নারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বিনোদন মহলে অসামান্য অবদানের জন্য স্বীকৃত। সেখানেই ভারতের হয়ে আলো ছড়াবেন কিয়ারা।
কান চলচ্চিত্র উৎসবের অন্যতম পরিচিত মুখ ঐশ্বর্য রাই বচ্চন। প্রতি বছরই কানের লাল গালিচায় হাঁটতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঐশ্বরিয়া এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েলের শুভেচ্ছাদূত হিসেবে উৎসবে থাকবেন।
কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। এই ১২ দিন বিশ্বের বিভিন্ন দেশের নবীন-প্রবীণ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের উপস্থিতিতে মুখর থাকবে উৎসব।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স