রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন
আপলোড সময় :
১৮-০৫-২০২৪ ১০:০২:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৪ ১০:০২:২৬ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বগি ও ইঞ্জিনের সংযোগকারী হুক খুলে বিকল হয়ে পড়ে ট্রেনটি।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন।
রাতে তিনি গণমাধ্যমকে বলেন, কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনটি তেজগাঁও থেকে কমলাপুর স্টেশনের দিকে প্রবেশের সময় খিলগাঁও রেলগেটে ইঞ্জিন থেকে হুক খুলে যায়। ওই ইঞ্জিনে আর কাজ করা যাবে না। অন্য আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি কমলাপুর নিয়ে আসা হবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স