ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজায় ফের ইসরায়েলি হামলা, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৩৩:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৩৩:১১ পূর্বাহ্ন
গাজায় ফের ইসরায়েলি হামলা, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ সংগৃহীত
ইসরায়েলের নৃশংসতায় আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী। উত্তর ও দক্ষিণাঞ্চলে একাধিক শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তেলআবিব। শনিবার (১৮ মে) রাতে চালানো এ আক্রমণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬৪ জন। খবর, আল জাজিরা।

জানা যায়, হামলার ফলে বিভিন্ন ভবনের ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। তাই প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা ফিলিস্তিনি কর্তৃপক্ষের। উত্তর গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৮ জন। এদের বেশিরভাগই নারী ও শিশু। উত্তর গাজার আরও ভেতরে প্রবেশ করেছে তেলআবিবের পদাতিক সেনারা। আগ্রাসন চালিয়েছে উপত্যকার অন্যান্য অংশেও।

অপরদিকে নুসেইরাতেও বিমান হামলায় প্রাণ হারিয়েছে ১৭ জন। দক্ষিণে রাফাহ ও খান ইউনিসেও টানা বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। গত সপ্তাহেই ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

রোববার স্থানীয় সময় ভোর ৬টার দিকে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের সর্বশেষ হামলায় আরও ২০ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মৃতদেহ নিকটবর্তী দেইর এল-বালাহের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার একই ক্যাম্পে চালানো হামলায় প্রাণ হারিয়েছিল পাঁচজন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ হাজার ৩৮৬ জন নিহত এবং ৭৯ হাজার ৩৬৬ জন আহত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ