ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রামগঞ্জে জমে উঠেছে উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ১১:৩৬:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:৪৪:০১ পূর্বাহ্ন
রামগঞ্জে জমে উঠেছে উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা ছবি:ভয়েস প্রতিদিন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ২১ মে দ্বিতীয় ধাপে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘনিয়ে আসায় সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে শহর গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এদিকে এই নির্বাচনে প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলেন সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা করেছেন এবং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ ড. আনোয়র খানকে নির্বাচনী প্রচারনায় অংশ না নিতে সতর্ক করে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ ভোটের মাঠে রয়েছেন ১১ প্র্রতিদ্বন্ধী প্রার্থী। ১০২ ভোট কেন্দ্রে ২লক্ষ ৬৪হাজার ৬২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে ১লক্ষ ৩৬হাজার ৬১০ জন পুরুষ ও ১লক্ষ ২৮ হাজার ১৮ জন মহিলা ভোটার রয়েছেন এ উপজেলায়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ শাহাজাহানের মেঝ ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত (আনারস), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) মোশাররফ হোসেন মশু (ঘোড়া) ও ফয়েজ বক্স বাবুল (দোয়াত-কলম)সহ ৪জন ও ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আলী আকবরের ছেলে মোঃ কামরুল বিএসসি (টিউবওয়েল), রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন (চশমা), বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সোহেল রানা (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী (পদ্মফুল), আমেনা আক্তার বিথি (কলস), রোকসানা সামসুদ্দিন (হাঁস) ও সামসেদ আক্তার (ফুটবল) নিয়ে মাঠঘাঁট চষে বেড়াচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ