লিউকোমিয়ায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী
আপলোড সময় :
২২-০৫-২০২৪ ১০:০৮:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৫-২০২৪ ১০:০৮:৪২ পূর্বাহ্ন
সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (২২ মে) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকোমিয়া ধরা পড়েছে। এর ফলে আসমা আল-আসাদকে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে বলে জানানো হয় বিবৃতিতে। চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে সংক্রমণ এড়াতে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
লিউকোমিয়া হলো রক্তের ক্যানসারের একটি গ্রুপ। শ্বেত রক্তকণিকার আক্রমণাত্মক এই ক্যানসার সাধারণত অস্থিমজ্জা থেকে শুরু হয় এবং এর ফলে উচ্চমাত্রায় অস্বাভাবিক রক্তকণিকার সৃষ্টি হয়। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন সিরিয়ার এই ফার্স্টলেডি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স