ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আরও ২০ রান করতে পারলে লড়াকু স্কোর হতো: নাজমুল শান্ত

আপলোড সময় : ২২-০৫-২০২৪ ১০:১১:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৪ ১০:১১:৫২ পূর্বাহ্ন
আরও ২০ রান করতে পারলে লড়াকু স্কোর হতো: নাজমুল শান্ত সংগৃহীত
র‍্যাংকিংয়ে ১৯তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হেরে টাইগার অধিনায়ক খারাপ ব্যাটিংয়ের দায় দেখছেন। শুরুটা ভালো হয়েছিল জানিয়ে শান্ত বলেন, মাঝখানে কয়েকটা উইকেট হারিয়ে আমরা বিপাকে পড়েছি। আমাদের আরও ২০ রানের প্রয়োজন ছিলো। তাহলে এটা লড়াকু স্কোর হতো।

মঙ্গলবার (২১ মে) স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করে টাইগাররা। স্কোরবোর্ডে তোলে ১৫৩ রান। পরবর্তীতে ব্যাটে নেমে ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। তবে, ব্যাটার আর পেসাররা নিজেদের স্বভাব অনুযায়ী খেলতে পারেনি। ব্যাটাররা ফর্মে আসবে এমন আশা প্রকাশ করে পরের ম্যাচে প্রত্যাবর্তন করার ইঙ্গিতও দেন এই টপ অর্ডার ব্যাটার।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ