ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

এমপি আনার হত্যা: খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার, আজও চলবে অভিযান

আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৫-২০২৪ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
এমপি আনার হত্যা: খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার, আজও চলবে অভিযান সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়েই তল্লাশি-অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। শুক্রবার (২৪ মে) রাতে তার দেয়া তথ্য অনুসারে ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি।

তবে, ব্যাগটির ভেতরে মরদেহের খণ্ডিত অংশ রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

এদিকে আজও ওই এলাকাগুলোয় অভিযান চালানো হবে জানিয়েছেন কলকাতা সিআইডির কর্মকর্তারা। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। সেসব আমলে নিয়ে জিহাদকে ১২ দিনের সিআইডি হেফাজতে দেন আদালত।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর আনোয়ারুল আজীম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ