ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হরতালে রাজধানীতে ৩ বাসের আগুন নেভালো ফায়ার সার্ভিস!

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০১:২০:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৩ ১২:৩২:১৩ অপরাহ্ন
হরতালে রাজধানীতে ৩ বাসের আগুন নেভালো ফায়ার সার্ভিস! ছবি: সংগৃহীত
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন রোববার সকাল থেকে তিনটি বাসের আগুন নেভানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ৯টা ছয় মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসের আগুন নেভায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
 
তিনি জানান, সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুরের টাউন হল বাজারে পরিস্থান পরিবহনের যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।
 
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, সকাল ১০টা ২৮ মিনিটে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ