ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সৃষ্ট বৃষ্টিপাত-ভূমিধসে ভারতজুড়ে নিহত ৩২
আপলোড সময় :
২৯-০৫-২০২৪ ১১:৩১:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-০৫-২০২৪ ১১:৩১:২০ পূর্বাহ্ন
সংগৃহীত
ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে সৃষ্ট বৃষ্টি ও ভূমিধসের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি রাজ্যে নিহত হয়েছেন অন্তত ৩২ জন। রিমালের কারণে পশ্চিমবঙ্গে নিহত হয়েছে ৭ জন, আসামে ৩ জন, নাগাল্যান্ডে ৪ জন এবং মিজোরামে ১৭ জন। বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে নিহতদের মধ্যে এক বাবাও আছেন। ছেলের খোঁজে বেরিয়ে মাথায় কাঠের টুকরো পড়ে নিহত হয়েছেন। তার ছেলে আইপিএলের ফাইনাল দেখার জন্য বন্ধুর বাড়িতে গিয়ে আটকে গিয়েছিল। তাকে খুঁজতেই বের হয়েছিলেন সেই বাবা।
এদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, আসাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মিজোরামে গত মঙ্গলবার একটি পাথর খনি ধসে পড়ার পর ১৭ জন নিহত হন এবং আরও ৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স