নীলফামারীর সৈয়দপুর শাখার অধিনে ডাচ-বাংলা ব্যাংকের উপশাখা দিনাজপুরের
ফুলবাড়ীতে গতকাল রোববার (২৯ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী থানার সামনে প্রধান অতিথি হিসেবে
আনুষ্ঠানিকভাবে ব্যাংকের উপশাখার উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র
মো. মাহমুদ আলম লিটন।
ডাচ-বাংলা ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমের
সভাপতিত্বে আয়োজিত উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলবাড়ী
উপশাখা ইনচার্জ মো. রুহুলল্যাহল বিল্লাহ খান, জুনিয়র অফিসার আব্দুল
কাইয়ুম মিনু, টেইনি অফিসার মতিয়ার রহমান, ফুলবাড়ী ফাস্ট ট্র্যাক অফিসার
নিতাই চন্দ্র সাহা, হারুন অর রশিদ প্রমুখ।
এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট
ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain