ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজায় আরও ৭ মাস যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১০:০০:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১০:০০:১৯ পূর্বাহ্ন
গাজায় আরও ৭ মাস যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের সংগৃহীত
গাজায় যুদ্ধ আরও ৭ মাস হামলা চলবে বলে সর্তক করেছে ইসরায়েল। এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান তাচি হানেগবি।  তিনি বলেন, হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে আরও অন্তত সাত মাস যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে সম্প্রতি জমা দেয়া পরিকল্পনার তথ্যের বরাতে এমনটা জানান তিনি। 

তাচি হানেগবি বলেন, এই পরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে। ২০২৪ সালকে সংঘাতের বছর হিসেবে ধরা হয়েছে। এখন পঞ্চম মাস চলছে উল্লেখ করে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে বলে জানান তিনি।  এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৫ জন নিহত এবং আরও ৩৮৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গেল ৭ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ