ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কামড় খেয়ে রাসেল ভাইপার ধরে হাসপাতালে কৃষক

আপলোড সময় : ০১-০৬-২০২৪ ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৪ ১০:৫৮:২৯ পূর্বাহ্ন
কামড় খেয়ে রাসেল ভাইপার ধরে হাসপাতালে কৃষক সংগৃহীত
প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন রাজশাহীর চারঘাট থানাধীন পিরোজপুর এলাকার কৃষক হেফজুল ইসলাম। শুক্রবার সকালে হেফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন কৃষকেরা। এক পর্যায়ে তারা রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। 

এ সময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার মুখে কামড় দেয় সাপটি। এরপর তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে চিকিৎসা নিতে মৃত সাপটি নিয়ে হাসপাতালের চিকিৎসকের সামনে হাজির হন।

সাপের কামড়ে আহত হেফজুল ইসলাম জানান, সকালে জমিতে কৃষকদের সঙ্গে তিনি ধান কাটছিলেন, এ সময় কৃষকেরা সাপ সাপ বলে চিৎকার শুরু করে। তখন এগিয়ে গিয়ে সাপটিকে মারতে গেলে আমার মুখে কামড় দেয়। পরে আমি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে হাজির হই। এরপর তারা আমার চিকিৎসা শুরু করেন।

এদিকে, সাপ মেরে হাসপাতালে কৃষকের চিকিৎসা নিতে আসার খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। হেফজুলকে একনজর দেখতে ছুটে আসেন অনেকে। সাপের কামড়ে আহত হেফজুলকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আহত হেফজুল শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালের ১৬নং ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিমা সুলতানা জানান, সাপের কামড়ে আহত হেফজুল বিপদমুক্ত নয়। তাকে দুই ঘণ্টা পরপর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ