ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মেঘনা থেকে উদ্ধার হওয়া মরদেহ ৫ দিনেও শনাক্ত হয়নি

আপলোড সময় : ০১-০৬-২০২৪ ০৯:৫০:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৪ ১০:৫৭:২০ পূর্বাহ্ন
মেঘনা থেকে উদ্ধার হওয়া মরদেহ ৫ দিনেও শনাক্ত হয়নি সংগৃহীত
চাঁদপুরের হাইমচরের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা মরদেহ ৫ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।

 শনিবার (১ জুন) এ তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলার নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মো. আব্দুল খালেক। পুলিশ জানায়, হাইমচরের গাজীপুর ইউনিয়নের মাঝির বাজারের গুচ্ছগ্রাম-সংলগ্ন এলাকার মেঘনা নদী হতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে নীলকমল নৌ পুলিশ।

এ বিষয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মো. আব্দুল খালেক বলেন, মরদেহটি একজন পুরুষ লোকের। আমরা তা উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখন এটি নিয়ে পিবিআই ও সিআইডি কর্তৃক অজ্ঞাত লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ