অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস
আপলোড সময় :
০২-০৬-২০২৪ ০১:১১:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৬-২০২৪ ০১:১১:১০ অপরাহ্ন
সংগৃহীত
শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতের-৪ বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে আসেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবীরা জানান, রোববার দুদকের মামলায় ড. ইউনূসসহ অন্য অসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। তাই তিনি আদালতে হাজিরা দিতে এসেছেন। এ সময় ড. ইউনূসের পক্ষে মামলা বাতিলের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২ মে দুদকের মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে জামিন দেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ রোববার (২ জুন) শুনানির দিন ধার্য করেন আদালত।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স