মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আপলোড সময় :
০২-০৬-২০২৪ ০১:১২:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৬-২০২৪ ০১:১২:২৮ অপরাহ্ন
সংগৃহীত
আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার (২ জুন) সকালে রাজধানীর মিরপুরের টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচের কারণে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে এবছর ধানের ফলন ভালো হয়েছে। ফলে চালের দাম আর বাড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আহসানুল হক টিটু আরও বলেন, আগামী বছর থেকে ১০ হাজার স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনার রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এই কার্যক্রমের মাধ্যমে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে। কার্ডধারী প্রত্যেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল কিনতে পারবেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স