বাইডেনের প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ নেতানিয়াহুর
আপলোড সময় :
০৩-০৬-২০২৪ ১০:১১:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৬-২০২৪ ০৭:৪৫:২২ অপরাহ্ন
সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা ওফির ফালাক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, জিম্মিদের মুক্ত করতেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে চুক্তি বাস্তবায়নে শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসেরও দাবি করা হয়।
গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়।
গাজায় যুদ্ধবিরতি ও উপত্যকায় থাকা বন্দিদের মুক্তির লক্ষ্যে বাইডেন যে পরিকল্পনা হাজির করেছেন, তা চূড়ান্ত করতে ইসরাইল ও হামাসকে তাগিদ দিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স