ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বৃষ্টির রসিকতায় পয়েন্ট ভাগাভাগি করলো ইংল্যান্ড-স্কটল্যান্ড

আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ১১:২১:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ১১:২১:৪৭ পূর্বাহ্ন
বৃষ্টির রসিকতায় পয়েন্ট ভাগাভাগি করলো ইংল্যান্ড-স্কটল্যান্ড সংগৃহীত
ম্যাচের শুরু থেকেই বৃষ্টির রসিকতা। আকাশের কান্নায় খেলা শুরু হয় বিলম্বে। টি-টোয়েন্টি ম্যাচ রূপ নেয় টি-টেনে। জর্জ মানজি ও মাইকেল জোন্সের দারুণ ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে স্কটল্যান্ড। কিন্তু সেই উত্তাপে জল ঢেলে দিল প্রকৃতি। নামলো বৃষ্টি, থামলো না আর। অবশেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে।

মঙ্গলবার (৪ জুন) বারবাডোজে টস জিতে শুরুতে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯০ রান করে স্কটিশরা। ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। কিন্তু ব্যাটিংয়েই নামতে পারেনি তারা।

বৃষ্টির কারণে টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর খেলা শুরু হয়। ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারে আসে ২৬ রান। অবশ্য বৃষ্টি আসার আগেই স্কটল্যান্ডকে চাপে ফেলে দেন আর্চার।  

চতুর্থ ওভার করতে এসে স্রেফ ২ রান দেন তিনি। পরের ওভারে কোনো বাউন্ডারি হজম না করে মার্ক উড দেন ৬ রান। যদিও পাওয়ার প্লের শেষ ওভারে এসে ১৫ রান দিয়ে দেন ক্রিস জর্ডান। সপ্তম ওভারের দুই বল হওয়ার পর ফের বৃষ্টি নেমে আসে।  

লম্বা সময় পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভ্যামন। অর্থাৎ স্কটল্যান্ডের সামনে তখন সুযোগ কেবল আর ২২ বল খেলার। সেই ২২ বলে মানজি ও মাইকেল জোন্স যোগ করেন ৩৯ রান। ৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন জোন্স। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪১ রান করেন মানজি।

বৃষ্টি আইনে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। কিন্তু শেষ অবধি ম্যাচ আর মাঠেই গড়ায়নি। ইনিংস বিরতির সময় নামা বৃষ্টিতে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলই ভাগে পায় এক পয়েন্ট করে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ