ছেলের বিয়ে উপলক্ষ্যে আম্বানির পুরো শহর বুকিংয়ে ক্ষুব্ধ ইতালীয়রা
আপলোড সময় :
০৮-০৬-২০২৪ ১০:৩৪:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৬-২০২৪ ১০:৩৪:২১ পূর্বাহ্ন
সংগৃহীত
ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য ইতালির আস্ত এক শহরই বুকিং করেছিলেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি। আর এতেই চটেছেন স্থানীয় ইতালীয়রা। শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে মেশাবল ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইতালির পোর্টোফিনোতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ জানানো হয় ৮শ’ অতিথিকে। গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত চলে বিয়ের বিভিন্ন পর্বের অনুষ্ঠান। তবে এই বিয়ের অতিথিদের কারণে স্থানীয় এবং পর্যটকদের শহরের প্রধান আকর্ষণগুলো প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেছেন।
জেফ বিজোস থেকে শুরু করে এই আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাদের কন্যা, রণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনি, ওরি, করণ জোহর, কারিশমা কাপুর, সানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, দিশা পাটানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তাদের দুই পুত্র, সিদ্ধার্থ মালোহোত্রা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স