ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আগামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলাম

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-১১-২০২৩ ১০:৩৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৩ ১০:৪১:০৮ অপরাহ্ন
আগামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলাম
এবার সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বিএনপির মতো তারাও আগামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করবে।
 
বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
 
তিনি বলেন, বর্তমান সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে তারা দেশটাকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুণর্বহাল এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং বিগত ৩ দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামী ৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং আগামী ৫ নভেম্বর ভোর ৬টা থেকে শুরু করে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।
 
এর আগে, তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার সারাদেশে আবারও অবরোধের ডাক দেয় বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর দলটি দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ