ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহা ১৭ জুন

আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন
চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহা ১৭ জুন সংগৃহীত
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার (৭ জুন) চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটি।

হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার (৭ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন বাদ মাগরিব এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 

এদিকে, সৌদি আরবে ৭ জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আগামী ১৫ জুন পবিত্র হজ এবং পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ